বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বাঘাইহাট সেনাবাহিনী

বাঘাইছড়ি (রাংগামাটি) প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২৭, ০৭:০৩ অপরাহ্ন

মঙ্গলবার  (২৭ আগস্ট) ২০২৪ইং বাঘাইহাট জোনের উদ্যোগে (বাঘাইহাট, গঙ্গারাম, মাচালং) কয়েকটি গ্রামে পানিবন্দী হতদরিদ্র দুঃস্থ চার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন ,পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, এবং জোন উপ অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক ,পিএসসি ।

জোন কমান্ডার বলেন, দূর্যোগ মোকাবিলায় দুস্থ, গরীব অসহায় ও দিনমজুর মানুষের পাশে থাকতে পেরে বাঘাইহাট জোন গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে।
আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য সকলে একত্রে কাজ করতে হবে।

অত্র এলাকার সকলের সুস্থতা ও শান্তিপূর্ণভাবে বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি  উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন বর্তমানে আবহাওয়া নিম্ন চাপ হওয়ার ফলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে তাই যারা পাহাড়ের উচুতে বসবাস করেন আপনারা সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন যাতে পাহাড় ধ্বসে কোনো প্রানহানি না ঘটে বলে সকলকে সতর্ক করেন।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework